![]() |

বিনোদন ডেস্ক: মাত্র তিন দিনে বিশ্বব্যাপী ৩০০ কোটির গণ্ডি পেরিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ে এই মাইলফলক ছোঁয়ার রেকর্ড গড়েছে দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের ‘কুলি’ সিনেমা। আগে এই রেকর্ড দেখলে ছিল ‘বাহুবলী ২’, ‘কেজিএফ ২’ ও ‘পাঠান’ সিনেমার।
ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এমন দাবি করে জানাচ্ছে, সিনেমাটি প্রথম দিনেই আয় করে প্রায় ৯৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে কিছুটা কমলেও আয় দাঁড়ায় প্রায় ৬৭ কোটি রুপি। তৃতীয় দিনে শনিবার আবারও জোয়ার; ভারতে মোট সংগ্রহ দাঁড়ায় ১৫৮.২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী হিসেব করলে, মাত্র ৭২ ঘণ্টায় ছবিটি ৩০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। এটি এখন পর্যন্ত দ্রুততম ৩০০ কোটির ক্লাবে প্রবেশের রেকর্ড।
১৪ আগস্ট মুক্তি পায় রলোকেশ কানাগারাজ পরিচালিত ‘কুলি’ সিনেমাটি। সমালোচকদের মিশ্র পর্যালোচনা সত্ত্বেও, সিনেমাটির বক্স অফিসে অসাধারণ সাফল্য রজনীকান্তের তারকাখ্যাতির প্রমাণ দিয়েছে। ‘কুলি’ রজনীকান্তের ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে, তার অতুলনীয় তারকাখ্যাতির ৫০ বছর উদযাপন করছে। লোকেশ কাঙ্গরাজ এমন একটি সিনেমা তৈরি করেছেন অ্যাকশনের যাতে সাথে স্মৃতির মিশ্রণ রয়েছে।
ভারতের স্বাধীনতা দিবসের উৎসব এবং দীর্ঘ ছুটি সামনে রেখে, বাণিজ্য বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছেন যে ‘কুলি’ তার রেকর্ড-ভাঙা প্রচারণা অব্যাহত রাখবে, তামিল সিনেমার ইতিহাসের অন্যতম বৃহত্তম ব্লকবাস্টার হিসেবে সিনেমাটি জায়গা করে নেবে।
স্বর্ণ চোরাচালানের ঘটনাকে ঘিরে গড়ে উঠেছে কুলি সিনেমার গল্প, যেখানে এক কুলির অতীত আর বর্তমানের টানাপোড়েন তুলে ধরা হয়েছে। প্রায় সাড়ে ৩০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি নির্মিত হয়েছে।
রজনীকান্তের সঙ্গে এই সিনেমায় আছেন নাগার্জুন, শ্রুতি হাসান, সত্যরাজ, সৌবিন সাহির, উপেন্দ্র প্রমুখ। অতিথি চরিত্রে অভিনয় করেছেন আমির খান।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| তিন দিনে ৩০০ কোটি আয়ের রেকর্ড গড়লো রজনীকান্তের ‘কুলি’ https://corporatesangbad.com/519548/ |