![]() |

পুজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮টি কোম্পানির ২৫ কোটি ১৪ লক্ষ ৯৪ হাজার ৪৯৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮০১ কোটি ৭১ লাখ ২৪ হাজার ২৮৯ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৫১.২৪ পয়েন্ট বেড়ে ৫৪০১.৪৯ ডিএস-৩০ মূল্য সূচক ২২.১৩ পয়েন্ট বেড়ে ২০৯৫.৯৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৯.৪১ পয়েন্ট বেড়ে ১১৭২.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৫টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সিটি ব্যাংক, বিএসসি, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো ফার্মা, এশিয়টিক ল্যাবরেটোরিজ, মালেক স্পিনিং, যমুনা ব্যাংক, মাগুরা মাল্টিপ্লেক্স, ডমিনেজ স্টীল ও সিভিওপিআরএল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- দেশ গার্মেন্টস, হাওয়া ওয়েল টেক্সটাইল, জিকিউ বলপেন, একমী পেস্টিসাইড, স্কয়ার টেক্সটাইল, মিডল্যান্ড ব্যাংক, সিটি ব্যাংক, তিতাস গ্যাস, মুন্নু সিরামিক ও সিভিওপিআরএল।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফারইস্ট ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মি. ফা., লিগ্যাসী ফুটওয়্যার, গ্লোবাল ইসলামি ব্যাংক, সাফকো স্পিনিং, উত্তরা ফাইন্যান্স, আরামিট লি., ফার্স্ট জনতা ব্যাংক মি. ফা., রিজেন্ট টেক্সটাইল ও পপুলার লাইফ ফার্স্ট মি. ফা.।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ডিএসইতে আজকের লেনদেন ৮০১ কোটি টাকা https://corporatesangbad.com/519540/ |