![]() |

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কোহিনূর ক্যামিকেলস্ কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোহিনূর ক্যামিকেলস্ কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ’ রেটিং হয়েছে। আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-২’।
৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত অন্যান্য গুনগত পরিমানগত তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ১২ পয়সা যা ২০২৩ সালে হয়েছিল ১২ টাকা ৩১ পয়সা, ২০২২ সাল ছিল ১২ টাকা ৪১ পয়সা, ২০২১ সালে ছিল ১০ টাকা ৫৪ পয়সা ও ২০২০ সালে ছিল ৮ টাকা ৩২ পয়সা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ৬০ টাকা ৩৫ পয়সা যা ২০২৩ সালে ছিল ৫৯ টাকা ৪৬ পয়সা, ২০২২ সালে ছিল ৫৮ টাকা ৪৯ পয়সা, ২০২১ সালে ছিল ৫৫ টাকা ৫৮ পয়সা ও ২০২০ সালে ছিল ৪৯ টাকা ৩৪ পয়সা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ৫০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক, ২০২৩ সালে দিয়েছে ৪০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক, ২০২২ সালে দিয়েছে ২০ শতাংশ নগদ ২০ শতাংশ স্টক, ২০২১ সালে ৩৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক এবং ২০২০ সালে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৫০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৮৮ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৩৭ কোটি ১০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৩ কোটি ৭০ লাখ ৭০ হাজার ৮১২।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৫০.৫৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৩.৭৫ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীদের হাতে রয়েছে .০৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩৫.৬৪ শতাংশ শেয়ার।
তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৪৬৫ টাকা থেকে ৬১০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৫২২.৮ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৫২৩.১ টাকা এবং সর্বশেষ সমাপনি দর ছিল ৫২৩.৯ টাকা। ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| কোহিনূর ক্যামিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন https://corporatesangbad.com/519479/ |