ডিএসইতে আজকের লেনদেন ৭০৩ কোটি টাকা

Posted on August 14, 2025

পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৯টি কোম্পানির ২০ কোটি ৭৪ লক্ষ ৮ হাজার ১৩৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭০৩ কোটি ২ লক্ষ ৭৪ হাজার ৫১৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩৫.৯২ পয়েন্ট বেড়ে ৫৩৫০.২৫ ডিএস-৩০ মূল্য সূচক ১৬.৬৬ পয়েন্ট বেড়ে ২০৭৩.৮২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.৩৫ পয়েন্ট বেড়ে ১১৬৩.১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, সিটি ব্যাংক, এশিয়াটিক ল্যাব, বিএসসি, রহিমা ফুড, সী পার্ল রিসোর্ট, মনোস্পুল পেপার, যমুনা ব্যাংক, ডমিনোজ স্টিল ও মাগুরা মাল্টিপ্ল্যাক্স।

দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- হাওয়া অয়েল, ওয়াটা কেমিক্যাল, জিকিউ বলপেন, সাউথইস্ট ব্যাংক, সামিট পাওয়ার, এশিয়াটিক ল্যাব, আইসিবি, কেডিএস এক্সেসরিজ, কে অ্যান্ড কিউ ও মাগুরা মাল্টিপ্ল্যাক্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, গ্রীন ডেল্টা মি. ফা., ভিএএমএল রূপালি ব্যাংক ব্যালান্সড ফা., জাহিন টেক্স, ম্যাকসন স্পিনিং, এমবিএল ১ম মি. ফা., ফ্যামিলি টেক্স, প্রাইম লাইফ ইন্সুঃ,
মেঘনা কন্ডেন্সড মিল্ক ও ইনডেক্স অ্যাগ্রো।