![]() |

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকায় রেলপথ অবরোধ করেছে। এতে ঢাকা থেকে উত্তরপশ্চিমাঞ্চলের দিকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পাশে রেলপথ অবরোধ করেন তারা।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেন জামতৈল স্টেশনে এবং ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস মোহনপুর স্টেশনে আটকা পড়েছে।
তিনি আরও জানান, অবরোধের কারণে ট্রেনের শিডিউলে ব্যাঘাত ঘটেছে। কতগুলো ট্রেনের শিডিউল বিঘ্নিত হবে তা অবরোধ স্থায়িত্বের ওপর নির্ভর করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লাপাড়া রেলপথ দিয়ে প্রতিদিন প্রায় ৩০টি যাত্রী ট্রেন এবং ২-৩টি মালবাহী ট্রেন চলাচল করে। এর মধ্যে অন্তত ১০টি ট্রেনের যাত্রাবিরতি উল্লাপাড়া স্টেশনে রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ https://corporatesangbad.com/519264/ |