"হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৫" এ স্পন্সর প্রদান করেছে সাউথইস্ট ব্যাংক

Posted on August 12, 2025

কর্পোরেট ডেস্ক: হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিত “হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৫” এ স্পন্সর প্রদান করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি.। তিন দিনব্যাপী এ মেলা আগামী ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত ঢাকার আগারগাঁও-এর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সম্প্রতি হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ইভিপি এবং কর্পোরেট অ্যাফেয়ার্স এবং সিএসআর বিভাগের প্রধান জনাব মোঃ মুশফিকুর রহমান হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি জনাব সৈয়দ গোলাম সরওয়ার এর নিকট উক্ত স্পন্সরের চেক প্রদান করেন।

অনুষ্ঠানে হাব-এর মহাসচিব জনাব ফরিদ আহমেদ মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।