নিলামে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

Posted on August 11, 2025

অর্থ-বাণিজ্য ডেস্ক: টাকার বিপরীতে মার্কিন ডলারের অবমূল্যায়ন রোধ এবং প্রবাসী আয় ও রপ্তানি খাতকে চাঙ্গা রাখতে বাংলাদেশ ব্যাংক ১১টি ব্যাংক থেকে নিলামের মাধ্যমে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনেছে। রবিবার (১০ আগস্ট) এসব ডলার কেনা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ১২১ টাকা ৪৭ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সা দর দিয়ে ৮৩ মিলিয়ন ডলার কেনা হয়। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ৬২২ মিলিয়ন ডলার কিনেছে।

এর আগে ৭ আগস্ট এক নিলামে প্রতি ডলারে ১২১ টাকা ৩৫ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে ৪৫ মিলিয়ন ডলার কেনা হয়। ২৩ জুলাই ১২১ টাকা ৯৫ পয়সা দর নির্ধারণ করে ১০ মিলিয়ন ডলার কেনা হয়, যা পূর্ববর্তী দর থেকে অন্তত ৪৫ বেসিস পয়েন্ট কম।

গত ১৩ জুলাই থেকে এ ধারাবাহিকভাবে ডলার কেনা হচ্ছে। ওই দিন বাংলাদেশ ব্যাংক ইতিহাসে প্রথমবারের মতো নিলামের মাধ্যমে প্রতি ডলারে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭১ মিলিয়ন ডলার কেনে। এর দুই দিন পর, ১৫ জুলাই একই দরে আরও ৩১৩ মিলিয়ন ডলার কেনা হয়।