সাউথইস্ট ব্যাংক চালু করলো তিজারাহ ইসলামিক ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড

Posted on August 10, 2025

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি তাদের সম্মানিত গ্রাহকদের জন্য তিজারাহ ইসলামিক ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড উদ্বোধন করেছে, যা ব্যাংকের তিজারাহ ইসলামিক ব্যাংকিং সেগমেন্টের একটি উদ্ভাবনী আর্থিক প্রডাক্ট। শরিয়াহ-সম্মত নীতিমালা মেনে বিভিন্ন আর্থিক প্রয়োজন পূরণের জন্য এই বিশেষ কার্ডটি তৈরি করা হয়েছে, যা সুদবিহীন আর্থিক সমাধান খুঁজছেন এমন গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা প্রদান করে।

তিজারাহ ইসলামিক ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড ইসলামিক আর্থিক নীতিমালা মেনে চলে এবং কোনো সুদ আরোপ করে না। এর পরিবর্তে, পেমেন্ট ডিউ ডেটের পরে বকেয়া লেনদেনের পরিমাণের উপর ধাপে ধাপে মাসিক রক্ষণাবেক্ষণ ফি প্রয়োগ করা হয়।

কার্ডহোল্ডাররা একটি অনন্য রিওয়ার্ড প্রোগ্রাম উপভোগ করবেন। প্রতি ১০০ টাকা ব্যয়ের জন্য ১ মুকাফা রিওয়ার্ড পয়েন্ট অর্জিত হবে। বছরের শেষে সংগৃহীত পয়েন্টগুলি ৫০০০ মুকাফা সমান ৫০০ টাকার হারে রিডিম করা হবে, এবং রিডিম করা অর্থ সুবিধাবঞ্চিত ব্যক্তিদের জাকাত বা সদাকাহ হিসাবে দান করা হবে। কার্ডহোল্ডারদের দানকৃত অর্থের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদান করা হবে।

তিজারাহ ইসলামিক ভিসা সিগনেচার ক্রেডিট কার্ডে অতুলনীয় সুবিধা ও প্রিভিলেজ অন্তর্ভুক্ত রয়েছে, যেমন: এক্সক্লুসিভ পিক অ্যান্ড ড্রপ সার্ভিসের সুবিধা, ভিসা লাউঞ্জকী প্রোগ্রামের মাধ্যমে ১৫০০টিরও বেশি আন্তর্জাতিক এয়ারপোর্ট লাউঞ্জে প্রবেশাধিকার, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক লাউঞ্জ অ্যাক্সেস, মাসিক কিস্তি সুবিধা, ব্যুফে খাবারে একটি কিনলে একটি ফ্রী অফার এবং তাকাফুল (বীমা কভারেজ) এর মতো বিশেষ ফিচার, ক্যাশব্যাক সুবিধা: সারা বছর কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাক সুবিধা।

এই কার্ডটি একটি উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী এবং ভিসার বাংলাদেশ, নেপাল এবং ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন, ভিসা এবং সাউথইস্ট ব্যাংকের ঊর্ধ্বতন প্রতিনিধিগণ।