গাজীপুরে নিহত সাংবাদিক তুহিনের জানাজায় মানুষের ঢল

Posted on August 9, 2025

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর জানাজা চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বাদ জুমা বৃষ্টি উপেক্ষা করে সর্বস্তরের সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযায় অংশগ্রহণ করেন।

জানাযায় ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্মসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

গতকাল রাত ৮ টার সময় গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মারাধরের ভিডিও চিত্র ধারণ করায় তাকে দেশীয় অস্ত্র দিয়ে উপর্যপরি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতর ভাই সেলিম বাদি হয়ে বাসন থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত সাংবাদিক তুহিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি স্বপরিবারে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।