ডিএসইতে আজকের লেনদেন ৮৮৯ কোটি টাাকা

Posted on August 6, 2025

পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০০টি কোম্পানির ২৮ কোটি ৬৩ লক্ষ ৮৮ হাজার ৩৯৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮৮৯ কোটি ৯৫ লাখ ৬২ হাজার ৮৯০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৪.৭৫ পয়েন্ট কমে ৫৪৭১.১৬ ডিএস-৩০ মূল্য সূচক ৪.৪১ পয়েন্ট কমে ২১২৫.৫১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৫৬ পয়েন্ট কমে ১১৮৩.৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সিটি ব্যাংক, বিএসসি, ব্র্যাক ব্যাংক, মালেক স্পিনিং, যমুনা ব্যাংক, বেক্সিমকো ফার্মা, উত্তরা ব্যাংক, ওরিয়ন ইনফিউশন ও স্কয়ার ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং, রহিমা ফুড, ওয়াটা কেমিক্যাল,
ইনডেক্স এগ্রো, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, সোনালী পেপার, মনোস্পুল পেপার ও কাট্টালী টেক্সটাইল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টীল, বে লিজিং, স্ট্যান্ডার্ড ব্যাংক, জেনারেশন নেক্সট, ন্যাশনাল হাউজিং, প্রিমিয়ার লিজিং ও শাইনপুকুর সিরামিক।