যশোরে প্রিমিয়ার ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Posted on August 6, 2025

কর্পোরেট ডেস্ক : যশোরে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ‘অর্ধবার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আরআরএফ মিলনায়তনে সম্প্রতি আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মোহাম্মদ আবু জাফর।

এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ এবং প্রধান আইনি পরামর্শক জনাব মোঃ আব্দুল মজিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

সভায় খুলনা, বরিশাল, ফরিদপুর ও কুষ্টিয়াসহ অত্র এলাকার শাখা ব্যবস্থাপক এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়িক অর্জন পর্যালোচনার পাশাপাশি গ্রাহক সন্তুষ্টির জন্য সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক আর্থিক সেবা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করা হয়।