![]() |

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সোমবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুযায়ী, চলতি মাসের ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল। এরপর সিরিজ শুরু হবে ৩০ আগস্ট। যেখানে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। সিরিজের পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই আয়োজন করা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এদিকে, সিরিজ শুরুর আগে প্রস্তুতি হিসেবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প ৬ আগস্ট থেকে মিরপুরেশুরু হবে, যা চলবে ১৫ আগস্ট পর্যন্ত। এরপর স্বল্প বিরতির পর আবারও ২০ আগস্ট থেকে সিলেটে শুরু হবে ক্যাম্প, যেখানে চূড়ান্ত স্কোয়াডে থাকা খেলোয়াড়রা অংশ নেবেন।
এশিয়া কাপের আগে এই সিরিজকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়রা।
এশিয়া কাপের আগে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। এই সিরিজ দিয়েই এশিয়া কাপের প্রস্তুতি নিতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই সিরিজ পিছিয়ে যাওয়ায় বিসিবির কাছে আরেকটি সিরিজ আয়োজনের দাবি জানিয়েছিলেন অধিনায়ক লিটন দাস।
এশিয়া কাপে বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে দুবাইয়ে। যেখানে সাধারণ স্পোর্টিং উইকেট দেখা যায়। সেটির প্রস্তুতি নিতে একই ধরনের উইকেটে খেলার কথা জানিয়েছিল বিসিবি। সেজন্য এই সিরিজের সবগুলো ম্যাচ হবে সিলেটে।
বড় দলগুলোর ব্যস্ত সূচি থাকায় বিসিবি চেষ্টা করছিল নেপাল কিংবা নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ আয়োজনের। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে রাজি করায় বোর্ড। করল বিসিবি
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি প্রকাশ https://corporatesangbad.com/518748/ |