![]() |

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংকের ৩২বছর পূর্তি উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাসব্যাপী ৫ হাজার এর অধিক বৃক্ষরোপণ কর্মসূচী “এনসিসি নিসর্গ” এর কার্যক্রম শুরু হয়েছে। “আপনার সাথে সবুজের পথে” এই শ্লোগানকে উপজীব্য করে সম্প্রতি ঢাকার কল্যাণপুর গালর্স স্কুল এন্ড কলেজে এই কর্মসূচীর উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন।
এই সময় কল্যাণপুর গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ্নাজ বেগম, এনসিসি ব্যাংকের শ্যামলী শাখার এসভিপি এবং হেড অব বিজনেস এন্ড ব্রাঞ্চ মোঃ জসিম উদ্দীন, হেড অব করপোটে অ্যাফেয়ার্স এন্ড কমিউনিকেশস্ মোঃ আনোয়ার হোসেন এবং কল্যাণপুর গালর্স স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলমসহ এনসিসি ব্যাংকের শ্যামলী শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময়, কল্যাণপুর গালর্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ৩২টি বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপন করা হয় এবং প্রায় ১০০ স্কাউট সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। উল্লেখ্য যে, উক্ত কর্মসূচীর আওতায় সারাদেশের ৪০টি স্কুল প্রাঙ্গণে অন্ততপক্ষে ৩২টি করে ফলজ/বনজ গাছের চারা রোপণের পাশাপাশি প্রায় পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় “এনসিসি নিসর্গ” নামে বৃক্ষরোপণ কার্যক্রমের সূচনা করেছে। পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে এবং কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যে এই কার্যক্রম পরিচালনা করছে। তিনি কোমলমতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি দেশের শতকরা ২৫ ভাগ বনায়নের প্রয়োজন সেই তুলনায় আমাদের দেশে এই সংখ্যা অপ্রতুল। প্রতিটি বাড়ির আঙিনা, রাস্তার ধার, বাসার ছাদ কিংবা পতিত জমিতে গাছ লাগিয়ে এই সবুজের ঘাটতি পূরণ করা সম্ভব। যদি সকলেই একটি করে গাছের চারা রোপাণ করি এবং তার যত্ন নেই তবে সেটা যেমন আমাদের অক্সিজেনের চাহিদা পূরণে সক্ষম হবে এবং তেমনি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সতেজ রাখতে সহায়তা করবে।
তিনি এসময় সবুজ ও টেকসই অর্থায়নের ক্ষেত্রে এনসিসি ব্যাংকের অঙ্গীকারের কথা তুলে ধরেন। এনসিসি ব্যাংক সবসময় পরিবেশ বান্ধব প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বারোপ করে এবং বাণিজ্যিক ব্যাংক হলেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই ধরনের কার্যক্রম পরিচালনা করে।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য এনসিসি ব্যাংক কাজ করে যাচ্ছে এবং “এনসিসি নিসর্গ” এই কার্যক্রমেরই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও ব্যাংকের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| “এনসিসি নিসর্গ” নবপ্রজন্মকে সম্পৃক্ত করে দেশব্যাপী সবুজায়ন কর্মসূচী https://corporatesangbad.com/518740/ |