![]() |

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে। রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত জনমাবেশে এ ইশতেহার ঘোষণা করবে দলটি।
শনিবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হবে। তাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।’
সংস্কারের কাজ শুধু নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেবে না জানিয়ে তিনি বলেন, ‘গত এক বছরে জুলাই আন্দোলনের পূর্ণতা আসেনি। তবে জুলাই সনদের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা আংশিকভাবে হলেও পূরণ হবে।’
এর আগে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানানো হয়, আগামীকাল নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| বিকেলে ‘নতুন বাংলাদেশের’ ইশতেহার ঘোষণা করবে এনসিপি https://corporatesangbad.com/518559/ |