ঈশ্বরগঞ্জে নিখোঁজের ৭দিন পর নদী থেকে নারীর লাশ উদ্ধার

Posted on August 2, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের সাতদিন পর নদী থেকে জহুরা খাতুন (৬২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) রাতে ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের মাকড়ঝাপ গ্রামে কাঁচা মাটিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জহুরা খাতুন ঈশ্বরগঞ্জ উপজেলার মাকড়ঝাপ গ্রামের রুস্তম আলী মাস্টারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং গত ২৬ জুলাই সকালে নিখোঁজ হন বলে জানান ওই পরিবারের সদস্যরা।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, শুক্রবার রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।