শার্শায় ৩৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Posted on August 2, 2025

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী অর্ধডজন মামলার আসামি মহিনুর ইসলামকে (৫৫) আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) রাত ৩ টার দিকে ঝিকরগাছার রাজাপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। মহিনুর যশোরের শার্শা উপজেলায় গোড়পাড়া গ্রামের মৃত শাহজাহান সরদারের ছেলে।

ডিবি পুলিশের এস আই অলক কুমার দে জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে শুক্রবার রাতে ঝিকরগাছা থেকে মহিনুরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে তিনশ’পঞ্চাশ পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, মহিনুর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি মাদকের ব্যবসা করেন। তার বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় আরও ছয়টি মামলা চলমান। এই ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা হয়েছে।