![]() |

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মাদ্রাসাছাত্রীকে ফাঁদে ফেলে কৌশলে গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকায় নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে আটকে রেখে ধর্ষণ করে দুই দিন পর ওই ছাত্রীকে বাড়ির সামনে ফেলে রেখে যাওয়ার ঘটনার অভিযোগে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ আবরারুল হককে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-১৪।
শুক্রবার (০১ আগস্ট) এই মামলার প্রধান আসামি মাওলানা মোঃ আবরারুল হককে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার ওই মাদ্রাসার প্রিন্সপাল ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে নরসিংদীর রায়পুরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-১৪-এর একটি দল নিরসিংদীর রায়পুরায় অভিযান পরিচালনা করে। পরে সেখানে একটি বাড়ি থেকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে।
র্যাব জানায়, মামলার তদন্তে তারা জানতে পারেন, অভিযুক্ত মাওলানা আবরারুল হক নরসিংদীর রায়পুরায় অবস্থান করছেন। পরে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ঈশ্বরগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল ছুটির পর এক মাদরাসাছাত্রীকে ফাঁদে ফেলে মাদরাসার প্রিন্সিপাল কৌশলে গাজীপুরের শ্রীপুর থানাধীন মাওনা এলাকার একটি জায়গায় নিয়ে যান। সেখানে তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে আটকে রেখে ধর্ষণ করেন। দুই দিন পর তিনি ওই ছাত্রীকে বাড়ির সামনে রেখে চলে যান। এ ঘটনার পর ওই ছাত্রীর বাবা ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি উবায়দুর রহমান জানান, অভিযুক্তকে আজ শুক্রবার সকালেই আদালতে পাঠানো হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেফতার https://corporatesangbad.com/518501/ |