প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ খান

Posted on August 2, 2025

বিনোদন ডেস্ক: ৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কারে পেয়েছেন তিনি। ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় নানা বক্স অফিস সাফল্য, ফ্যানদের ভালোবাসা, আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন কিং খান।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার পেলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি শাহরুখ খান। ২০০৯ সালে পাওয়ার কথা থাকলেও তা আর হয়ে উঠেনি।

শুক্রবার (১ আগস্ট) ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে।

ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এবারের আসরে শাহরুখ খানের সঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসিও। শাহরুখ খানের মত বিক্রান্তেরও এটি ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

উল্লেখ্য, নব্বই দশকে বলিউডে পা রাখা শাহরুখ খানের প্রথম সিনেমা ‘দিওয়ানা’। ১৯৯২ সালে সিনেমাটি মুক্তি পায়। এরপর দর্শকদের একে একে উপহার দেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ডর’, ‘বাজিগর’, ‘দিল সে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘বীর-জারা’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘ডন’ সিনেমার মত ব্লক বাস্টার সিনেমা। এরপর ক্যারিয়ারে ভাটা পড়লে কয়েক বছরের বিরতি নেন। বিরতি ভেঙে ২০২৩ সালে রাজার মত বলিউডে ফিরে এসে এক বছরেই তিন তিনটি ব্লক বাস্টার হিট সিনেমা ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দর্শকদের উপহার দেন। ২০২৬ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে শাহরুখ অভিনীত নতুন সিনেমা ‘কিং’।

আরও পড়ুন:

বিয়ের পর অবসরে যাওয়ার চিন্তা তানিয়া বৃষ্টির