নীতি সুদহার ১০ শতাংশ রেখেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা

Posted on July 31, 2025

অর্থ-বাণিজ্য ডেস্ক: চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে নীতি সুদহার আগের মতো ১০ শতাংশই রাখা হয়েছে। মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামলে তা কমানোর ইঙ্গিত দিয়েছেন ব্যাংকের গভর্নর।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে। জুনে তা ৮ দশমিক ৪৮ শতাংশে নেমেছে। তবে কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি। লক্ষ্য ৩ থেকে ৫ শতাংশের মধ্যে নিয়ে আসা। তিনি জানান, চাল ছাড়া বেশির ভাগ পণ্যের দাম এখন স্থিতিশীল।

প্রবৃদ্ধি প্রসঙ্গে গভর্নর বলেন, বর্তমান বাস্তবতায় ৪ শতাংশ প্রবৃদ্ধি মন্দ নয়। রাজনৈতিক স্থিতিশীলতা প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমানতকারীদের উদ্দেশে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, তাদের সঞ্চয় নিরাপদ। এবার বড় আকারে সার্জারি করা হবে। সরকার বড় অংকের তহবিল যোগান দেবে। মুনাফাসহ সেই টাকা ফেরত নিতে পারবে সরকার।

নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ডিসেম্বর পর্যন্ত ৭ দশমিক ২ শতাংশ এবং জুন পর্যন্ত ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। গত অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৯ দশমিক ৮ শতাংশ, অর্জিত হয়েছে ৬ দশমিক ৪ শতাংশ।

সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে আগের মতোই ১৮ দশমিক ১ শতাংশ। তবে গত বছর এই প্রবৃদ্ধি ছিল ১৩ দশমিক ৬ শতাংশ। মুদ্রা সরবরাহের লক্ষ্যমাত্রা এবার সামান্য বাড়িয়ে ৮ দশমিক ৫ শতাংশ করা হয়েছে, যা গত জুন পর্যন্ত ছিল ৮ দশমিক ৪ শতাংশ। বাস্তবে অর্জিত হয়েছে ৭ শতাংশ।

অন্যদিকে, কেন্দ্রীয় ব্যাংকের ধার দেওয়ার সুদহার (এসএলএফ) ১১ দশমিক ৫ শতাংশ এবং টাকা জমার সুদহার (এসডিএফ) ৮ শতাংশই থাকছে। বাজেট অনুযায়ী, জুন পর্যন্ত গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশ এবং প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ শতাংশ অর্জনের লক্ষ্য নেওয়া হয়েছে।