![]() |

কর্পোরেট ডেস্ক: ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা(এজিএম) সম্প্রতি সোস্যাল গার্ডেন-৫০২ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ(আইডিইবি), কেন্দ্রীয় কার্যালয়: আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালনা পর্ষদের মাননীয় ভাইচ চেয়ারম্যান তৌসিফ মাসুরুরুল করিম। উক্ত সম্মেলনে সম্মানিত পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আশিক হোসেন(অনলাইন), মিসেস নুসরাত জাহান তানিয়া, স¦তন্ত্র পরিচালক মোহাম্মদ আয়ুব হুসেন, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর, কোম্পানী সচিব মোঃ আখতারুজ্জামান এবং সি.এফ.ও এ.কে.এম. মোস্তাক আহম্মেদ খাঁন।
এছাড়া, সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, তরজমা ও মোনাজাত করেন সংস্থাপন বিভাগের প্রধান মোঃ আব্দুছ ছামাদ।
উক্ত সভায় অনলাইনে সংযুক্তসহ সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দের উপস্থিতিতে কোম্পানীর ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব ও পরিচালক মন্ডলীর প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় কোম্পানীর সম্মানিত শেয়ার হোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। শেয়ারহোল্ডারগণ ২০২৪ সনে কোম্পানীর প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রবৃদ্ধির এই গতিকে ভবিষ্যতেও অব্যাহত রাখবেন মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত https://corporatesangbad.com/518427/ |