চার জেলায় ডিলার নিয়োগ দেবে টিসিবি

Posted on July 31, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক: খুলনা, বাগেরহাট, মাগুরা ও ময়মনসিংহ জেলার নির্ধারিত উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নতুন ডিলার নিয়োগ দেবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

টিসিবির স্লোগান ‘কোটি মানুষের পাশে’। তারা ভর্তুকি দিয়ে ভোগ্যপণ্য বেচে। এতে উপকৃত হয় নিম্ন আয়ের সাধারণ জনগণ। এই লক্ষ্যেই নির্ধারিত এলাকার জন্য ডিলারশিপের আবেদন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিলারশিপের জন্য ৩ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ সময়ের বাইরে বা সরাসরি টিসিবি অফিসে, ডাকযোগে, কুরিয়ারে কিংবা অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না।

টিসিবি জানিয়েছে, সারাদেশে যেসব ওয়ার্ড, ইউনিয়ন বা পৌরসভায় এখনো ডিলার নেই, সেসব এলাকায় পর্যায়ক্রমে ডিলার নিয়োগ করা হবে।

আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য www.tcb.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।