সাপ্তাহিক লুজারের শীর্ষে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড

Posted on November 11, 2023

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৩৩.৬৫ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩৫ কোটি ৬১ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ১২ লাখ টাকা।

ইস্টার্ণ লুব্রিকেন্টস লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২.৯৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি ১৬ কোটি ১৭ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে ৩ কোটি ২৩ লাখ টাকা।

লিবরা ইনফিউশন ১২.৮৫ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল টি কোম্পানি, এমবি ফার্মা, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, ইমাম বাটন, এডিএন টেলিকম, জিকিউ বলপেন ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।