মৌলভীবাজারে যৌথবাহিনীর অভিযানে এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার

Posted on July 30, 2025

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের রাজনগর থেকে যৌথবাহিনীর অভিযানে এয়ারগান ও দেশীয় অস্ত্র-সস্ত্রসহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুনছুরনগর ইউনিয়নের প্রেমনগর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময়ে একটি পক্ষ এয়ারগান প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে।

সংঘর্ষ যখন তীব্র আকার ধারণ করে খবর পেয়ে মৌলভীবাজার সেনা ক্যাম্প থেকে মেজর জি. এম. হাসান শাহরিয়ার জিন্নাহ এর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে সংঘর্ষের ঘটনায় ১২ জন আহত হলে হাসপাতালে পাঠানো হয়। পরে তল্লাশি চালিয়ে সংঘর্ষে ব্যবহৃত একটি এয়ারগান, ২টি দা, ৬টি বর্শা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন সেনা সদস্যরা।

উদ্ধারকৃত অস্ত্রসমূহ রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মৌলভীবাজার সেনা ক্যাম্প কর্তৃক অবৈধ অস্ত্র ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।