![]() |

কর্পোরেট ডেস্ক: ব্যাংকিং সেবাকে আরো বেশি অন্তর্ভুক্তিমূলক ও সহজ করার লক্ষ্যে শতভাগ রাষ্ট্র মালিকাধীন বেসিক ব্যাংক লিমিটেডের উদ্যোগে ‘উদ্ভাবন প্রদর্শন এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তত্ত্বাবধানে ২০২৪-২৫ সালের জন্য ই-গর্ভনেন্স এবং উদ্ভাবন পরিকল্পনার অধীনে বেসিক ব্যাংকের পক্ষ থেকে তিনটি উদ্ভাবন- ডকুমেন্ট ম্যানেজমেন্ট সফট্ওয়্যার, এনপিএল ম্যানেজমেন্ট সফট্ওয়্যার এবং পেনশন পে থ্রো ম্যাগপাই মোবাইল এ্যাপ এর প্রদর্শনী করা হয়।
সোমবার (২৮ জুলাই, ২০২৫) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আহসান কবীর, বিশেষ অতিথি হিসেবে যুগ্ম সচিব ফরিদা ইয়াসমিন এবং সম্মানিত অতিথি হিসেবে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অতিথিদের পক্ষ থেকে পেনশন পে থ্রো ম্যাগপাই মোবাইল এ্যাপ- কে শ্রেষ্ঠ উদ্ভাবন হিসেবে মনোনীত করা হয় এবং উদ্ভাবক দলের সদস্য মো. খাদেমুল ইসলাম, এজিএম, মো. রওশন শাহরিয়ার, এসপিও ও মো. জহিরুল ইসলাম, এসপিও-এর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসিক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাস, এফসিএমএ, এফসিএ, মহাব্যবস্থাপক মোঃ ইসমাইল, মোঃ মোমিনুল হক, মোঃ নাসিরউদ্দিন, সুমিত রঞ্জন নাথ, মো. হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী, গোলাম সাইদ খান, সাইদুর রহমান সোহেল ও নুরুর রহমান চৌধুরী, উপমহাব্যবস্থাপক এ.এম শাহেদ হোসেন, হেলেনা পারভীন, মোঃ হেলাল উদ্দীন, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ নাজমুল ইসলামসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানত ব্যাংকিং সেবাকে কিভাবে আরো সহজ করা যায় এবং কতো কম সময়ে গ্রাহক সেবা দেয়া যায় সেই লক্ষ্য নিয়ে এই উদ্ভাবন প্রদর্শনীর পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। এসময় সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করার মাধ্যমে বেসিক ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতির জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানানো হয়। ইতোমধ্যে, বেসিক ব্যাংক তার পুরানো গৌরব পুনরুদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| বেসিক ব্যাংকের উদ্ভাবন প্রদর্শন এবং পুরস্কার প্রদান অনুষ্ঠিত https://corporatesangbad.com/518160/ |