ডিএসইতে আজকের লেনদেন ৭১৭ কোটি টাকা

Posted on July 29, 2025

পুঁজিবাজরে ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ২৭ কোটি ৯১ লক্ষ ১২ হাজার ৮৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭১৭ কোটি ৩২ লাখ ২০ হাজার ২৬৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩৩.৬০ পয়েন্ট কমে ৫২৯৮.৪৭ ডিএস-৩০ মূল্য
সূচক ১৭.৬১ পয়েন্ট কমে ২০৪৪.১৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১১.০৪ পয়েন্ট কমে ১১৪৭.৩৪
পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ২৫০টির এবং অপরিবর্তিত রয়েছে
৬৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, রবি আজিহাটা, বিএসসি, ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক. কর্ণফূলী ইন্স্যুরেন্স, তৌফিকা ফুড, ঢাকা ব্যাংক ও মালেক স্পিনিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- কর্ণফূলী ইন্স্যুরেন্স, আরামিট লি., এসবিএসি ব্যাংক, মালেক স্পিনিং, ব্যাংক এশিয়া, এইচআর টেক্সটাইল, আমান কটন, সমতা লেদার, অ্যাপেক্স স্পিনিং ও ফেডারেল ইন্স্যুরেন্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বে-লিজিং, প্রাইম ফাইন্যান্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, ফারইস্ট ফাইন্যান্স, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলাসি
ব্যাংক, পিপলস লিজিং ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স।