![]() |

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জ কারাগার থেকে চার ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে ছোট ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করেন সিংগাইর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইলিয়াস হোসেন লিটন। সে সিংগাইর পৌর এলাকার আজিমপুর মহল্লার ইদ্রিস আলীর ছেলে।
সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় তিনি পুলিশ হেফাজতে কারাগার থেকে বের হয়ে যোহরের নামাজের পর সিংগাইর পৌর এলাকার আজিমপুর কেন্দ্রীয় কবরস্থানে ছোট ভাই সায়মন খান রিপনের জানাজায় অংশ নেন। পরে তাকে পুনরায় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন লিটনের আইজীবি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন সায়েম।
তিনি আরো বলেন, গোবিন্দল গ্রামের হত্যা মামলায় এজাহার ভুক্ত আসামি লিটন। গত ১৪ জুলাই থেকে জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে কারাগারে রয়েছেন তিনি। রবিবার দিবাগত রাতে তার ছোট ভাই নিষিদ্ধ ছাত্রলীগের সিংগাইর পৌর ও সরকারি কলেজের সাবেক সভাপতি সায়মন খান রিপন স্ট্রোক করে মারা যান। যার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে চার ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পান।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, লিটনের ছোট ভাইয়ের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট ডঃ মনোয়ার হোসেন চার ঘন্টার জন্য তাকে মুক্তি দেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সিংগাইরে প্যারোলে মুক্ত হয়ে ভাইয়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা https://corporatesangbad.com/518046/ |