শ্রীলংকা ক্রিকেটের সদস্যপদ স্থগিত করলো আইসিসি

Posted on November 11, 2023

স্পোর্টস ডেস্ক : রাজনৈতিক হস্তক্ষেপের কারনে শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) সদস্যপদ স্থগিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রবার (১০ নভেম্বর) আইসিসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আইসিসি বোর্ড মনে করছে, শ্রীলংকা ক্রিকেট সংস্থার সদস্য হিসেবে তাদের বাধ্যবাধকতা প্রতিশ্রুতি গুরুতরভাবে লঙ্ঘন করেছে। বিশেষ করে স্বায়ত্তশাসিতভাবে বোর্ডের বিষযগুলো পরিচালনা করার প্রয়োজনীয়তা এবং এর প্রশাসনে কোন সরকারি হস্তক্ষেপ নেই, এসব নিশ্চিত করতে পারেনি এসএলসি। একারনেই শ্রীলংকা ক্রিকেটের সদস্যপদ স্থগিত করার সিদ্বান্ত নিয়েছে আইসিসি। স্থগিতাদেশের শর্তগুলো যথাসময়ে জানিয়ে দেবে আইসিসি।’ ১৯৮১ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ লাভ করে শ্রীলংকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইসিসি বোর্ড আজ সভায় বসে সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল।

গতকালই এবারের বিশ্বকাপে লিগ পর্বে নিজেদের নবম ও শেষ ম্যাচ খেলেছে শ্রীলংকা। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে আছে শ্রীলংকা।

আরও পড়ুন:

ম্যাক্সওয়েলের ইনিংসে যত রেকর্ড

বিশ্বকাপ ব্যর্থতায় বরখাস্ত লঙ্কান ক্রিকেট বোর্ড