ওটিটিতে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তাণ্ডব’

Posted on July 28, 2025

বিনোদন ডেস্ক : এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। পরিচালক রায়হান রাফীর এই বহুল আলোচিত সিনেমাটি আগস্ট মাসে চরকি এবং হইচই-এই দুই প্ল্যাটফর্মে একযোগে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরিচালক রায়হান রাফী জানান, প্রেক্ষাগৃহে যারা দেখতে পারেননি কিংবা আবার দেখতে চান, তাদের জন্যই মুক্তি। বাংলা ভাষাভাষী যে কেউ, যেখানেই থাকুক, এবার ‘তাণ্ডব’ দেখতে পারবেন অনলাইনে।

ওটিটি প্লাটফর্ম হইচই জানিয়েছে, আগস্টে তাদের প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি। এছাড়াও দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাবে।

রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সাবিলা নূরের। দীর্ঘদিন পর একই পর্দায় দেখা গেছে শাকিব খান ও জয়া আহসানকে।

সিনেমায় আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম ও শিবা শানু।

‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজক চরকি। নির্মাণ সহযোগিতায় ছিল দীপ্ত।