বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নেভি ইঞ্জিনিয়ারের মৃত্যু

Posted on July 27, 2025

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নাছিম মাহমুদ জয় (৩২) নামে বাংলাদেশ নৌবাহিনীর (নেভি) এক ইঞ্জিনিয়ারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুলাই) দুপুর ২টার দিকে সান্তাহার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাছিম মাহমুদ জয় আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চক সোনার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনীতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন এবং ছুটিতে নিজ এলাকায় এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে জয় মোটরসাইকেলযোগে নওগাঁ যাওয়ার পথে সান্তাহার রেলওয়ে জংশনের রেলগেট এলাকা অতিক্রম করার সময় অসাবধানতাবশত ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই আকস্মিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।