বাংলা সিনেমায় শারমন যোশি, সঙ্গে তানজিন তিশা

Posted on July 26, 2025

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা শারমন যোশি। টালিউডের এই সিনেমায় তার সঙ্গে কাজ করবেন বাংলাদেশের অভিনয়শিল্পী খায়রুল বাসার ও তানজিন তিশা। এছাড়াও এই সিনেমায় দেখা যাবে টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।

‘ভালোবাসার মরশুম’ নামের এই সিনেমাটির পরিচালক এম এন রাজ। এর আগে জিৎ অভিনীত ‘রাবণ’ পরিচালনা করে আলোচনা এসেছিলেন তিনি।

জানা গেছে, ‘ভালোবাসার মরশুম’ সিনেমায় শারমন যোশির চরিত্রের নাম আবির। তানজিন তিশা ও সুস্মিতার চরিত্রের নাম যথাক্রমে হিয়া ও পারমিতা। আর খায়রুল বাসার অভিনীত চরিত্রটির নাম গৌরব।

এই সিনেমার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে শারমন যোশি জানান, এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন তিনি।
তিনি বলেন, ‘সত্যজিৎ রায়ের অনেক বড় ভক্ত আমি। এখন প্রাদেশিক ভাষায় অনেক ভালো ভালো কাজ হচ্ছে। বাংলা সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ভালো লাগছে। এর আগে বাংলা ভাষার কোনো সিনেমায় কাজ করা হয়নি। তবে আমি বাংলা সিনেমার দর্শক, নিয়মিত দেখি।’ সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

শিল্পীদের কাছে জাতি আরেকটু দায়িত্বশীলতা আশা করে: সংস্কৃতি উপদেষ্টা