মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দোকানের পুরাতন দেয়াল ভাঙার সময় দেয়াল চাপা পড়ে তোফাইল উদ্দিন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হারবাংয়ের রাখাইনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তোফাইল পার্শ্ববর্তী নয়াপাড়া এলাকার নুরুজ্জামানের ছেলে।
জানা গেছে, সম্প্রতি সময়ে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে হারবাং ইউনিয়নের রাখাইনপাড়া ছড়াখালের পানির প্রবাহমান স্রোতের তোড়ে পড়ে ব্যবসায়ী আলাউদ্দিনের দোকান। ঐসময় পানির স্রোতের কারণে দোকানের অধিকাংশ দেয়াল ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। পরে দোকানের দেয়াল ভাঙতে আজ ছয়জন শ্রমিক কাজ করেন। দোকানঘর ভাঙার সময় অসাবধানবশত তোফায়েলের ওপর দেয়াল চাপা পড়ে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চকরিয়ায় দেয়াল চাপা পড়ে শ্রমিকের মৃত্যু https://corporatesangbad.com/51771/ |