![]() |

কর্পোরেট সংবাদ ডেস্ক : দগ্ধ রোগীদের জন্য প্রয়োজনীয় রক্ত (সকল ব্লাড গ্রুপ) নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বুধবার (২৩ জুলাই) রাতে এক বার্তায় প্রেস উইং জানায়, স্বেচ্ছা রক্তদানে আগ্রহী বিপুল সংখ্যক ব্যক্তির ব্লাড গ্রুপ, নাম ও ফোন নম্বর তালিকাভুক্ত করা আছে। যেহেতু এ ধরনের রোগীদের ক্ষেত্রে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেয়া হয়, তাই আগে সংগ্রহ করে রাখা হচ্ছে না। যখনই বিশেষজ্ঞগণ মনে করবেন প্রয়োজন, তখনই তালিকাভুক্ত স্বেচ্ছাসেবীর সাথে যোগাযোগ করে রক্ত সংগ্রহ করে রোগীকে দান করা হবে। এমতাবস্থায় কোন ব্লাড গ্রুপেরই রক্তের সংকট নেই, এমনকি সেধরনের পরিস্থিতির উদ্ভব হওয়ার কোনো সম্ভাবনাও নেই।
ওই বার্তায় উল্লেখ করা হয়-সবাইকে এবিষয়ে আশ্বস্ত করা হচ্ছে এবং কেউ এ ধরনের যেকোনো গ্রুপের রক্তের প্রয়োজনে ফোকাল পারসন ডা. সরকার ফারহানা কবির, ডেপুটি সিভিল সার্জন, ঢাকা এর সাথে নীচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে: ০১৭৯২৭৪৪৩২৫।
আরও পড়ুন:
বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা ক্রিটিক্যাল: ডা. নাসির উদ্দীন
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| দগ্ধ রোগীদের জন্য প্রয়োজনীয় রক্তের কোনো সংকট নেই: প্রেস উইং https://corporatesangbad.com/517640/ |