বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা ক্রিটিক্যাল: ডা. নাসির উদ্দীন

Posted on July 23, 2025

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে ৮ জনের অবস্থা ‘ক্রিটিকাল’ বা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন। তিনি বলেন, বার্ন ইনস্টিটিউটে এ পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার রাতে একজনের মৃত্যু হয়।

বুধবার (২৩ জুলাই) ইনস্টিটিউটে দুর্ঘটনায় দগ্ধদের সর্বশেষ তথ্য জানাতে আয়োজিত ব্রিফিংয়ে পরিচালক ডা. নাসির উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে ইনস্টিটিউটে মোট ৪৪ জন রোগী ভর্তি আছে, যাদের মধ্যে ৩৭ জনই শিশু। দগ্ধ ১৩ জনের অবস্থা ‘সিভিয়ার’ (গুরুতর) এবং ২৩ জন ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছেন। শেষ ধাপের রোগীরা দ্রুত সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। সিঙ্গাপুর থেকে একজন চিকিৎসক এসেছেন এবং তিনিসহ এই হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা সমন্বিতভাবে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করেছেন।

প্রতি ঘণ্টায় রোগীদের অবস্থা মূল্যায়ন করা হচ্ছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবস্থার উন্নতি হলে ‘ক্রিটিকাল’ ক্যাটাগরির রোগীকে ‘সিভিয়ার’ ক্যাটাগরিতে এবং অবস্থার অবনতি হলে ‘সিভিয়ার’ রোগীকে ‘ক্রিটিকাল’ ক্যাটাগরিতে নেওয়া হচ্ছে।

দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞদেরও পরামর্শ নেয়া হচ্ছে জানিয়ে বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেন, বিশেষজ্ঞদের আমাদের চিকিৎসা প্রটোকল জানানো হয়েছে। এছাড়া আমাদের বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গেও তারা আলোচনা করেছেন। তারা কিছু ডিসিশান শেয়ার করেছেন। চিকিৎসায় আমরা তাদের দেয়া সিদ্ধান্তও একীভূত করছি।

বিভিন্ন দেশ থেকে সহায়তার কথা বলা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ইন্ডিয়া, আমেরিকা, চায়নাসহ বিভিন্ন দেশে থাকা আমাদের দেশের বিশেষজ্ঞরা চিকিৎসার ক্ষেত্রে বিভিন্নভাবে সহায়তা করতে চান। এই মুহূর্তে আমরা যে প্রটোকল নিয়ে আগাচ্ছি, আমরা মনে করি এই প্রটোকল নিয়েই সামনে আগাবো। তবে চিকিৎসার বিষয়ে যেকোনো ভালো পরামর্শ গ্রহণ করা হবে।

আরও পড়ুন:

মাইলস্টোনের ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে

উত্তরায় বিমান দুর্ঘটনা: নিখোঁজ পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য কবরের জায়গা নির্ধারণ প্রধান উপদেষ্টার