![]() |

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রাতে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে মুখ চেপে ধরে বাড়ির পাশে লেবুবাগানে নিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযাগে সোহেল রানা (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাবের একটি দল। গ্রেফতার সোহেল রানা একই এলাকার বাসিন্দা।
সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফুলবাড়িয়া থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, সোহেল রানা তার প্রতিবেশী প্রবাসীর বাড়িতে যাওয়া আসা করতেন। স্বামী প্রবাসে থাকায় এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন ওই নারী (৩৭)। বাড়িতে আসা যাওয়ার সুবাদে ওই নারীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও ভয়ভীতি প্রদর্শন করতেন সোহেল রানা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জুন আনুমানিক রাত ১১টার দিকে ভুক্তভোগী নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে মুখ চেপে ধরে তাঁকে বাড়ির পাশে লেবুবাগানে নিয়ে যান সোহেল রানা।
সেখানে ওই নারীকে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত শুক্রবার ফুলবাড়িয়া থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।
র্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান জানান, প্রবাসীর স্ত্রীকে ধর্ষণে অভিযোগে করা মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার https://corporatesangbad.com/517549/ |