ধোবাউড়ায় ২৩৬ বোতল মদসহ মাদক কারবারি আটক

Posted on July 22, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ২৩৬ বোতল মদসহ জসিম উদ্দিন (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পরে ওই ২৩৬ বোতল মদ জব্দ করা হয়।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৭টার দিকে ধোবাউড়া উপজেলার দর্শা চকবাড়ি শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে থেকে ট্রলিভর্তি মদের চালান জব্দ করা হয়।জসিম উদ্দিন ধোবাউড়া উপজেলার কড়ইগড়া এলাকার মোঃ কাশেম আলীর ছেলে।

ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ধোবাউড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচার হবে।

সংবাদ পেয়ে পুলিশ বিভিন্ন দলে ভাগ হয়ে উপজেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। সকাল ৭টার দিকে ধোবাউড়া থানা পুলিশ দর্শা চকবাড়ি এলাকায় অভিনব কায়দায় ট্রলিযোগে মাদক পাচারের সময় শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে পুলিশের চেকপোস্টে ট্রলিতে তল্লাশি চালানো হয়। ট্রলির ওপর এমনভাবে কার্টন বিছিয়ে রাখা হয় যেন বাইরে থেকে কেউ বুঝতে না পারে।’

তিনি আরো বলেন, এ সময় ট্রলিচালক দৌড়ে পালিয়ে যেতে চাইলে পুলিশ তাকে ধরে ফেলে। পরে ট্রলিতে থাকা
ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এর সঙ্গে আরো কারা জড়িত সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।