![]() |

বিনোদন ডেস্ক: সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান (এফটি-৭ বিজিআই) বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। আহতের সংখ্যা হয়েছে ১৭১ জন। এ ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন সরকার।
সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মঙ্গলবার (২২ জুলাই) সারা দেশের সকল সিনেমা হল বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি।
সংগঠনটির সেক্রেটারি আওলাদ হোসেন সোমবার রাতে এক লিখিত বিবৃতি দিয়ে এই অনুরোধ জানান।
বিবৃতি দিয়ে তিনি বলেন, উত্তরার দিয়া বাড়িতে বিমান বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের মৃত্যু ও আহতদের ঘটনায় চলচ্চিত্র প্রদর্শক সমিতি গভীরভাবে শোকাহত।
নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সুচিকিৎসা ও দ্রুত সেরে উঠতে দোয়া প্রার্থনা করা হয়।
সিনেমা হল বন্ধের আহবান জানিয়ে বিবৃতি দিয়ে বলা হয়, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সাথে একাত্মতা ও সহমর্মিতা প্রকাশ করে দেশের সকল সিনেমা হলের সকল প্রদর্শনী আজ মঙ্গলবার (২২ জুলাই) বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছি।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| আজ সারাদেশে সিনেমা হল বন্ধ রাখার অনুরোধ https://corporatesangbad.com/517414/ |