ডিএসইতে আজকের লেনদেন ৮৬০ কোটি টাকা

Posted on July 21, 2025

কর্পোরেট ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ৩১ কোটি ১৮ লক্ষ ৩৪ হাজার ৬৯৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮৬০ কোটি ৭০ লাখ ৬৯ হাজার ৫৯১ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২৫.৫৯ পয়েন্ট বেড়ে ৫২১৯.৬২ ডিএস-৩০ মূল্য
সূচক ১৮.০৫ পয়েন্ট বেড়ে ১৯৯৬.৭৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৯.৬২ পয়েন্ট বেড়ে ১১৪৬.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স পিপি, বিএটিবিসি, বিএসসি, সিটি ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ইনফিউশন, লাফার্জহোলসিম, শাইনপুকুর সিরামিক ও প্রাইম ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জিকিউ বলপেন, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফার্মা এইডস, মুন্নু এগ্রো, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, ইউনিয়ন ইন্স্যুরেন্স ও কে এন্ড কিউ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, তাল্লু স্পিনিং, বিআইএফসি, এপোলো ইস্পাত, ফারইস্ট ফাইন্যান্স, আরএসআরএম স্টীল, ফিনিক্স ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাই ও ডেসকো।