তারাকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

Posted on July 21, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের তারাকান্দার বকশীমূল সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি বাস এবং তারাকান্দা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাকের মধ্যে তারাকান্দার বকশীমূল সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষে ঘটনায় ঘটনাস্থলেই শেরপুর জেলার নকলা উপজেলার কায়দা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মৃত ইদ্রিস আলীর ছেলে লুৎফর রহমান (৪৫) নিহত হন। এই ঘটনায় বাসের চালকসহ আরও অন্তত পাঁচজন আহত হন। এ সময় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা পুলিশের এসআই মোঃ তাহের উদ্দিন খাঁন বলেন, দুর্ঘটনায় নিহতের মরদেহ থানা হেফাজতে আনা হয়েছে। দুর্ঘটনায় পতিত যানগুলোও আমাদের হেফাজতে রয়েছে।নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।