গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Posted on July 20, 2025

গাজীপুর প্রতিনিধি: তালাবদ্ধ ঘর থেকে গাজীপুর ফিড মিলের একাউন্স অফিসারের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে
পুলিশ। রোববার (২১ জুলাই) বিকেলে গাজীপুর মহানগরের কোনাবাড়ি আমবাগ মধ্যপাড়া আতাউর মার্কেট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হলেন টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার ফুলবাড়ী গ্রামের আব্দুর রশিদ এর ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম (৪৮)। তিনি আমবাগ মধ্যপাড়া আতাউর মার্কেট এলাকায় মাসুদ রানার বাসায় ভাড়া থেকে গাজীপুর ফিড মিলের একাউন্স অফিসার হিসেবে কাজ করতেন।

নিহতের সহকর্মী রুবেল রানা (৩৫) জানান, আজ সকাল ১১ টার সময় রফিকুল ইসলামের ছেলে আমাকে ফোন করে বলে বাবার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু যোগাযোগ করতে পারছিনা। পরে অফিস থেকে দুইজনকে বাসায় খোঁজ নেওয়ার জন্য পাঠানো হয়। তারা বাসায় এসে গেট তালাবদ্ধ দেখেন। পরে আমি নিজেই দুপুর ১২ টার সময় তার বাসায় আসি। বাড়ীর মালিককে নিয়ে গেটে তালা ভেঙে ভিতরে এসে দেখি তার মরদেহ খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এবং রুমের ভিতর জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত রফিকুল ইসলামের ভাইয়ের মেয়ে রুপা জানান, আমি গার্মেন্টসে ডিউটিতে ছিলাম। খবর পেয়ে এসে দেখি চাচার মরদেহ খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তিনি আরও বলেন, এঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।