এনআরবিসি ব্যাংকের পুনর্গঠিত শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

Posted on July 20, 2025

কর্পোরেট ডেস্ক: এনআরবিসি ব্যাংক পিএলসির আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর পুনর্গঠিত শরীয়াহ্সু পারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ২০ জুলাই, ২০২৫ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। এসময় শরীয়াহ কমিটির সদস্য মো. ওবায়দুল হক ও হাফেজ মুফতি সাইফুল ইসলাম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর প্রধান মো. আবদুল গফুর রানা উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের শরীয়াহ্ পরিপালন কার্যক্রম, শরীয়াহ্ ভিত্তিক বিনিয়োগ ও পরিচালন পদ্ধতি, পণ্য ও সেবা উন্নয়ন এবং শরীয়াহ্ পরামর্শ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি এনআরবিসি ব্যাংকের সকল শাখা-উপশাখায় সবধরনের ইসলামি ব্যাংকিং সেবা প্রদান করা হয়।