![]() |

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান নামে এক নার্সারি ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি কমলগঞ্জের শমশেরনগরে ঈগল নার্সারির মালিক ছিলেন।
রোববার (২০ জুলাই) সকালে ব্রাহ্মণবাজার-শমশেরনগর সড়কের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকার লংলা সাইনবোর্ড মসজিদের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রের বরাতে জানা যায়, কমলগঞ্জের শমশেরনগর বিমান ঘাঁটি থেকে মাছ নিয়ে আসা একটি দ্রুতগামী গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। গাড়িটিতে ছিলেন চালক ও মালিক। ঘটনাস্থলেই গাড়ির মালিক আশিকুর রহমান নিহত হন।
এবিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
চালক সামান্য আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।
নিহত আশিকুর রহমান ছিলেন একজন তরুণ উদ্যোক্তা ও নার্সারি ব্যবসায়ী। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত https://corporatesangbad.com/517235/ |