সড়ক দুর্ঘটনায় আহত সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

Posted on July 20, 2025

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ১১ দিন পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন যশোরের শার্শা উপজেলার ১১নং নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫২)।

শনিবার (১৯ জুলাই) ভোর ৬টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বড় ছেলে তাহমীদ ঈষাদ দীপ্ত।

তাহমীদ জানান, গত ৮ জুলাই সকালে তার বাবা মোটরসাইকেলে করে ঢাকার বাড্ডা থেকে মিরপুর যাওয়ার পথে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে একটি দুর্ঘটনার শিকার হন। এ সময় মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেদিনই তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর টানা ১১ দিন আইসিইউতে চিকিৎসাধীন থেকে শনিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম আবুল কালাম আজাদ শার্শার নিজামপুর ইউনিয়নের চাঁন্দুড়িয়ার ঘোপ গ্রামের বাসিন্দা ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সুলতান আহম্মেদের ছেলে।

জনপ্রিয় এই সাবেক জনপ্রতিনিধি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।