ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হিসেবে মিজানুর রহমানের যোগদান

Posted on July 19, 2025

অর্থ-বাণিজ্য ডেস্ক : সম্প্রতি শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হিসেবে যোগদান করেছেন দীর্ঘ ৩৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যাংকার মিজানুর রহমান। ইতোপূর্বে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৯২ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। মিজানুর রহমান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিভিন্ন উইং ও জোনের প্রধান এবং ফেনী, চট্টগ্রাম ও ঢাকার মোট ৮টি শাখার শাখা প্রধান হিসেবে প্রায় ২১ বছর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি আইবিবিপিএলসিতে এজেন্ট ব্যাংকিং, ক্ষুদ্রঋণ, ডিজিটাল পণ্য ও পরিষেবা এবং ইলেকট্রনিক ব্যাংকিং এ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

মিজানুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রী অর্জন করেন এবং এস. এস. সি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেন। তিনি ব্যাংকের বিভিন্ন বিষয়ের উপর দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিকল্পে বিশ্বের বিভিন্ন দেশ যথা ইউএসএ, ইউকে, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইন্ডিয়া, সিংঙ্গাপুর এবং মালয়েশিয়া ভ্রমণ করেন।