বিনোদন ডেস্ক : ভারতীয় জনপ্রিয় গায়ক ইয়ো ইয়ো হানি সিং শালিনী তলওয়ারের সঙ্গে ১৩ বছরের সংসারের ইতি টেনেছেন। গায়কের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার মামলা করেছিলেন তাঁর স্ত্রী।
বুধবার (৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমন খবর প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরেরও বেশি সময় মামলা চলার পর মঙ্গলবার (৭ নভেম্বর) দিল্লির পারিবারিক আদালত এ বিষয়ে রায় জানিয়ে বিবাহবিচ্ছেদ মঞ্জুর করেছেন। ফ্যামিলি কোর্টের প্রধান বিচারক পরমজিৎ সিং আড়াই বছর ধরে চলা এই মামলার নিষ্পত্তি করে তাঁদের ডিভোর্সের আবেদনে অনুমোদন দিলেন।
তারা গত বছর এক কোটির মীমাংসা এবং ভরণপোষণে পৌঁছেছে। হানি সিংয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিয়েছেন তিনি। প্রায় ১৩ বছরের হানি ও তাঁর স্ত্রী শালিনী তলওয়ারের দাম্পত্য জীবনের ইতি টানল।
প্রায় আড়াই বছরের বেশি সময়ে ধরে চলা এ মামলার বিষয়ে দায়ের করা দ্বিতীয় প্রস্তাবের অনুমতি দেন প্রধান বিচারক পরমজিৎ সিং।
২০১১ সালের জানুয়ারিতে বিয়ে করেছিলেন হানি সিং ও শালিনী তলওয়ার। তারা ২০২২ সালের সেপ্টেম্বরে পারস্পরিক বিবাহবিচ্ছেদের জন্য একটি আবেদন করেছিল। আদালত তাঁদের ৬ মাসের মেয়াদ মঞ্জুর করে আবেদনটি গ্রহণ করেন।
আইন অনুসারে, বিবাহবিচ্ছেদের আবেদন দায়ের করার পর থেকে ছয় থেকে ১৮ মাস সময় পিছিয়ে দেওয়া হয়। যার উদ্দেশ্য হলো বিবাহবিচ্ছেদ পদক্ষেপের বিষয়ে আরও একটু চিন্তা করার জন্য সময় এবং সুযোগ দেওয়া। সম্প্রতি এই সময় দেওয়ার মেয়াদ শেষে দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করে আদালত।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
১৩ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টানলেন হানি সিং https://corporatesangbad.com/51704/ |