পেনশন সেবায় ইউসিবি ও ন্যাশনাল পেনশন অথরিটির মধ্যে নতুন চুক্তি

Posted on July 15, 2025

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ)-এর মধ্যে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির মাধ্যমে ইউসিবি পেনশন কিস্তি সংগ্রহে একটি ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। পেনশন গ্রাহকেরা ইউসিবি’র বিভিন্ন নিরাপদ চ্যানেলের মাধ্যমে কিস্তি জমা দিতে পারবেন। এর মধ্যে রয়েছে ইউসিবি’র নিজস্ব ও অংশীদার এক্সচেঞ্জ হাউস, শাখা ও উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট, মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং এবং অন্যান্য অনুমোদিত মাধ্যম।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মাহিউদ্দিন খান এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। এছাড়াও ইউসিবি ও পেনশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের মাধ্যমে দেশের নাগরিকদের জন্য পেনশন জমা দেওয়া আরও সহজ হবে। ইউসিবি বিশ্বাস করে, এই চুক্তি দেশের আর্থিক অন্তর্ভুক্তি এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।