ডিএসইতে আজকের লেনদেন ৬৫৩ কোটি টাকা

Posted on July 15, 2025

পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ২৩ কোটি ৩০ লক্ষ ৬৯ হাজার ১৪৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৫৩ কোটি ৬৯ লাখ ৬ হাজার ৯৪২ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ০.৩৭ পয়েন্ট বেড়ে ৫০৬২.২০ ডিএস-৩০ মূল্য সূচক ৯.১০ পয়েন্ট কমে ১৮৯০.৯৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৫৫ পয়েন্ট কমে ১১০২.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সী পার্ল বীচ, অগ্নী সিস্টেম, মুন্নু সিরামিক্স, মাগুরা কমপ্লেক্স, বীচ হ্যাচারী, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স পিপি, মিডল্যান্ড ব্যাংক ও কাসেম ইন্ডাস্ট্রিজ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- অ্যাপেক্স স্পিনিং, মনোস্পুল বাংলাদেশ, অ্যাপেক্স ট্যানারী, তমিজুদ্দিন টেক্সটাইল, মাগুরা কমপ্লেক্স, বিডি অটোকারস, জাহিন স্পিনিং, সেনা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও আইডিএলসি।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ইউনিয়ন ক্যাপিটাল, ফিনিক্স ইন্স্যুরেন্স, ইবিএল ফাস্ট মি. ফা., প্রগতি ইন্স্যুরেন্স, আরএকে সিরামিক, বেক্সিমকো ফার্মা, এআইবিএল ফার্স্ট ইসলামিক মি. ফা. ও ফার্স্ট ফাইন্যান্স।