![]() |

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় মডেল ও সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার সান রেচাল আত্মহত্যা করেছেন। তার রহস্যজনক মৃত্যুতে পুদুচেরিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অতিরিক্ত ঘুমের ঔষধ সেবনের ফলে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দক্ষিণ ভারতের পুদুচেরির একটি হাসপাতালের চিকিৎসক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি অভিনেত্রী তার কাজের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশে নিজের কিছু স্বর্ণের গয়না বন্ধক রেখেছিলেন। তার বাবার কাছেও আর্থিক সাহায্য চেয়েছিলেন বলে জানা গেছে। তবে অভিনেত্রীর ভাইয়ের কথা উল্লেখ করে তাকে সাহায্য করতে অক্ষমতা প্রকাশ সানের বাবা।
বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরে আসার পর অতিরিক্ত মাত্রায় ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যা করেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
পুলিশের সন্দেহ, সান রেচাল ঋণের চাপে এবং মানসিক চাপের কারণে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে অভিনেত্রী লিখে গেছেন যে, ‘তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। তবে তার মানসিক অবস্থার জন্য কোনো বৈবাহিক সমস্যা আছে কিনা তা নিশ্চিত করার জন্য তদন্ত চলছে।
গত বছর বিয়ের পিঁড়িতে বসেন বিনোদনের জগতের বর্ণবৈষম্য নিয়ে সোচ্চার হওয়া এ অভিনেত্রী। জানা গেছে, গত কয়েকদিন ধরে তিনি জিপমার হাসপাতালে কিডনির চিকিৎসা নিচ্ছিলেন।
শোবিজ অঙ্গনে তিনি ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে পরিচিত ছিলেন। সান রেচাল ২০২০ মিস পুদুচেরি পান। এছাড়াও মিস বেস্ট অ্যাটিটিউড ২০১৯, মিস ডার্ক কুইন তামিলনাড়ু ২০১৯ এবং কুইন অব মাদ্রাজ ২০২২ ও ২০২৩ লাভ করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| আত্মহত্যা করলেন মডেল স্যান রেচাল https://corporatesangbad.com/516811/ |