দরবৃদ্ধির শীর্ষে ডেফোডিল কম্পিউটারস

Posted on July 14, 2025

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ জুলাই, ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে ১৫৬ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে ডেফোডিল কাম্পিউটারস পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়ে বর্ধিত মূল্য হয়েছে ৬০ টাকা ২০ পয়সা। তাতেই দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আরামিট লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ১৭ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ২৯ শতাংশ।

এবং গতদিনের তুলনায় ৮ দশমিক ৯১ শতাংশ বা ১৩ টাকা ৪০ পয়সা মূল্য বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে রহিম টেক্সটাইল মিলস পিএলসি।

এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস্ লিমিটেডের ৮ দশমিক ৭৮ শতাংশ বেড়ে হয়েছে ১১৪ টাকা, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৬২ শতাংশ বেড়ে হয়েছে ৬ টাকা ৩০ পয়সা, ইনটেক লিমিটেডের ৬ দশমিক ৭ শতাংশ বেড়ে হয়েছে ২০ টাকা ৭০ পয়সা, খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ দশমিক ৩৯ শতাংশ বেড়ে হয়েছে ১২১ টাকা ৬০ পয়সা, এমবিএল ১ম মি: ফান্ডের ৬ শতাংশ বেড়ে হয়েছে ৫ টাকা ৩০ পয়সা, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ানের ৫ দশমিক ৭৭ শতাংশ বেড়ে হয়েছে ৫ টাকা ৫০ পয়সা এবং দেশ গার্মেন্টস লিমিটেডের ৫ দশমিক ৬৯ শতাংশ বেড়ে হয়েছে ১২৪ টাকা ৪০ পয়সা।