ফিনিক্স ইন্স্যুরেন্সে কোম্পানি সচিব নিয়োগ

Posted on July 14, 2025

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ৪১১তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুসারে প্রধান কার্যালয়ের বোর্ড বিভাগের ভাইস প্রেসিডেন্ট চৌধুরী আকরাম উল্লাহকে কোম্পানির কোম্পানি সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৯ টাকা যা ২০২২ সালে হয়েছিল ২.০২ টাকা, ২০২১ সাল আয় ছিল ২.২০ টাকা, ২০২০ সালে ছিল ২.৩৩ টাকা ও ২০১৯ সালে ছিল ২.৩১ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৩ সালে ৩৪.৮৮ টাকা যা ২০২২ সালে ছিল ৩৯.১০ টাকা, ২০২১ সালে ৩৯.৯০ ছিল টাকা, ২০২০ সালে ছিল ৩৭.১০ টাকা ও ২০২০ সালে ছিল ৩৭.২৩ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে দিয়েছে ১২ শতাংশ নগদ, ২০২২ সালে দিয়েছে ১৫ শতাংশ নগদ, ২০২১ সালে দিয়েছে ১৫ শতাংশ নগদ, ২০২১ সালে ১৫ শতাংশ নগদ ও ২০২০ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৯৪ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৪০ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৪ কোটি ৩ লাখ ৪১ হাজার ৫৭২।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ জুন, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩৮.১৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১২.৯৭ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪৮.৮৬ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ২০ টাকা থেকে ৩৫.৪ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ২৪.২ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২৪.৮ টাকা। ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।