গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মিনারে চলচ্চিত্র প্রদর্শনী ও কনসার্ট

Posted on July 13, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক : ২০২৪ এর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী, কনসার্ট ও ড্রোন শো প্রদর্শিত হবে।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টায় শুরু হবে এ কর্মসূচি। 

অনুষ্ঠানে 'জুলাই উইমেন', 'দীপক কুমার গোস্বামী', 'জুলাই বিষাদ সিন্ধু', 'জুলাই বীরগাথা' চলচ্চিত্র দেখানো হবে। থাকছে শহীদ পরিবারের স্মৃতিচারণও।

উইমেন ডে কনসার্টে সংগীত পরিবেশন করবেন সায়ান, ইলা লালা, এফ মাইনর, পারসা মাহজাবিন ও এলিটা করিম।

এছাড়া রাত ১০টায় শহীদ মিনার প্রাঙ্গণে প্রদর্শিত হবে ড্রোন শো।